চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি বেসরকারি অলাভজনক মৌলিক গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রধানত: শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা করার জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম প্রচার করে। এছাড়া, CHRF বাংলাদেশে এবং অন্যান্য উন্নয়নশীল দেশে শিশু স্বাস্থ্য উন্নয়নের গবেষণার সাথে সম্পৃক্ত হয়ে গবেষণামূলক ফলাফলগুলি জাতীয় এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকদের সাথে ভাগ করে যাতে উপযুক্ত শিশু স্বাস্থ্য নীতিতে সরকারীভাবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া যায়। CHRF বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করে, যেমন- ইউএসএআইডি, ডব্লিউএইচও, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআর, বি, ইন্টারন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই), নোভাতিস ভ্যাকসিন ইনস্টিটিউট অফ গ্লোবাল হেলথ, বিল আন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অন্যান্য।
কর্মস্থল : ঢাকা, মির্জাপুর, বাংলাদেশ
আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ৩০ অগাস্ট ২০২৩ তারিখের মধ্যে ইমেইল এর মাধ্যমে CV প্রেরণ করার অনুরোধ করা হলো।
Email: hr@chrfbd.org.
১০,০০০-১২,০০০/ টাকা + উৎসব ভাতা (ঈদ/পূজা/বড়দিন ও বৈশাখী), যোগদানের এক বছর পর থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য বিবেচিত হবেন।
১. রিপোর্ট গুছিয়ে রাখা ও প্রদানে সাহায্য করা।
২। অফিসের আসবাবপত্র পরিষ্কার করা এবং যথাস্থানে গুছিয়ে রাখা।
৩। হাসপাতালের ষ্টাফদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা।
৪। রুটিং ল্যাবে কর্মরত ব্যক্তিদের কাজে সাহায্য করতে হবে।
৫। ল্যাবের কাজ সচল রাখার জন্য রোস্টার অনুযায়ী রাতের ডিউটি করতে হবে।
৬। স্টোর দেখাশুনা এবং রক্ষণা বেক্ষণ করতে হবে।
৭। ভবিষ্যৎ অফিস কর্তৃপক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।